টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাইয়ের সময় জাহিদুল ইসলাম (২৪) নামের এক যাত্রী পড়ে আহত হয়েছেন। শনিবার বিকেল সোয়া পাঁচটার দিকে মির্জাপুর রেল স্টেশনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জাহিদুল ইসলামকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। সে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার আহমেদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে।
আহত যাত্রী জাহিদুল ইসলাম জানান, ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে সিরাজগঞ্জের উল্লাপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। বিকেল সোয়া পাঁচটার দিকে ট্রেনটি মির্জাপুর স্টেশনর যাত্রা বিরতিরকালে গতি কমতে থাকে। এ সময় জাহিদুল ট্রেনের গেইটে দাঁড়িয়ে ছিলেন। তখন অজ্ঞাতনামা এক ছিনতাইকারী তার হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার জন্য হাত ধরে টান দিলে জাহিদুল ট্রেন থেকে নীচে পড়ে যান। এসময় তার মাথা ফেটে আহত হন। পরে জাহিদুলের সাথে থাকা এক স্বজন তাকে উদ্ধার করে স্থানীয় বংশাই ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তিনি সন্ধায় তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি রেল পুলিশ দেখবেন বলে তিনি উল্লেখ করেন।
আহত যাত্রী জাহিদুল ইসলাম জানান, ঢাকা বিমানবন্দর স্টেশন থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে সিরাজগঞ্জের উল্লাপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন। বিকেল সোয়া পাঁচটার দিকে ট্রেনটি মির্জাপুর স্টেশনর যাত্রা বিরতিরকালে গতি কমতে থাকে। এ সময় জাহিদুল ট্রেনের গেইটে দাঁড়িয়ে ছিলেন। তখন অজ্ঞাতনামা এক ছিনতাইকারী তার হাতে থাকা মোবাইল ছিনিয়ে নেওয়ার জন্য হাত ধরে টান দিলে জাহিদুল ট্রেন থেকে নীচে পড়ে যান। এসময় তার মাথা ফেটে আহত হন। পরে জাহিদুলের সাথে থাকা এক স্বজন তাকে উদ্ধার করে স্থানীয় বংশাই ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে তিনি সন্ধায় তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, কেউ কোন অভিযোগ করেনি। বিষয়টি রেল পুলিশ দেখবেন বলে তিনি উল্লেখ করেন।