অভিনয়ের জন্যও প্রথম দিকে কটাক্ষের শিকার হয়েছেন অনন্যা পাণ্ডে। তারকা-সন্তান তকমা থাকার কারণে বার বার সমালোচিত হয়েছেন। কিন্তু গত কয়েকটি ছবি ও সিরিজ়ে অভিনয় করার পর থেকে প্রশংসিত হতে শুরু করেছেন তিনি। ‘খো গয়ে হম কঁহা’, ‘কল মি বে’ ও ‘কন্ট্রোল’-এ তাঁর অভিনয় সাড়া ফেলেছিল। কিন্তু তাও যেন রেহাই নেই অনন্যার। এ বার অনন্যার শরীর নিয়ে শুরু হয়েছে প্রবল চর্চা। অনন্যার সাম্প্রতিক ছবি দেখে নেটাগরিকদের একাংশ বলতে শুরু করেছেন, নির্ঘাত উনি ঠোঁটে অস্ত্রোপচার করিয়েছেন!
একটা সময়ে ক্ষীণদেহী ছিলেন বলে নানা রকমের তির্যক মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। অভিনেত্রী অনন্যা বলেছেন, “তখন আমার ১৮-১৯ বছর বয়স। খুব রোগা ছিলাম আমি। সেটা নিয়েও মশকরা করা হত। লোকে আমাকে বলত, ‘আরে, তোমার পা দুটো মুরগির ঠ্যাং-এর মতো।’ কেউ আবার বলত, ‘তোমার চেহারাটাই দেশলাই কাঠির মতো। তোমার তো স্তন বা নিতম্ব কোনওটাই নেই।’ এই সব বহু শুনেছি।” বয়সের সঙ্গে চেহারার গড়ন বদলেছে।
এ বার সম্প্রতি ‘পাউট’ করে একটি ছবি দেন অভিনেত্রী। তাতেই অনেকের মনে স্বাভাবিকের তুলনায় অনেকেটাই ফুলে গিয়েছে অনন্যার ঠোঁট। শুধু তাই নয় অভিনেত্রীর গালও উঁচু হয়ে গিয়েছে। যখন বলিউডে আত্মপ্রকাশ করেন সেই সময় অনন্যা ছিলেন বেশ রোগা। যার ফলে গালদু’টি খানিক ভাঙাই ছিল। হঠাৎ তাঁর এমন ভরাট মুখ দেখ বিস্ময় ঠেকছে অনেকেরই। তাঁর অনুরাগীদের একাংশ বলছেন, ‘‘অনন্যার মুখে যে সরলতা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে।’’ যদিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি চাঙ্কি-কন্যা।
একটা সময়ে ক্ষীণদেহী ছিলেন বলে নানা রকমের তির্যক মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। অভিনেত্রী অনন্যা বলেছেন, “তখন আমার ১৮-১৯ বছর বয়স। খুব রোগা ছিলাম আমি। সেটা নিয়েও মশকরা করা হত। লোকে আমাকে বলত, ‘আরে, তোমার পা দুটো মুরগির ঠ্যাং-এর মতো।’ কেউ আবার বলত, ‘তোমার চেহারাটাই দেশলাই কাঠির মতো। তোমার তো স্তন বা নিতম্ব কোনওটাই নেই।’ এই সব বহু শুনেছি।” বয়সের সঙ্গে চেহারার গড়ন বদলেছে।
এ বার সম্প্রতি ‘পাউট’ করে একটি ছবি দেন অভিনেত্রী। তাতেই অনেকের মনে স্বাভাবিকের তুলনায় অনেকেটাই ফুলে গিয়েছে অনন্যার ঠোঁট। শুধু তাই নয় অভিনেত্রীর গালও উঁচু হয়ে গিয়েছে। যখন বলিউডে আত্মপ্রকাশ করেন সেই সময় অনন্যা ছিলেন বেশ রোগা। যার ফলে গালদু’টি খানিক ভাঙাই ছিল। হঠাৎ তাঁর এমন ভরাট মুখ দেখ বিস্ময় ঠেকছে অনেকেরই। তাঁর অনুরাগীদের একাংশ বলছেন, ‘‘অনন্যার মুখে যে সরলতা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে।’’ যদিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি চাঙ্কি-কন্যা।
তামান্না হাবিব নিশু