নতুন করে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে শনিবারের মধ্যে সব হাসপাতালে আলাদা করে কোভিড শয্যা প্রস্তুতের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার দুপুরে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ সম্মেলনে অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক ডা. মঈনুল আহসান এ তথ্য জানান।
তিনি বলেন, করোনাভাইরাস প্রতিরোধ ও রোগীর চিকিৎসায় আগামী শনিবারের মধ্যে দেশের সব সরকারি হাসপাতালে সার্বক্ষণিক কোভিড-১৯ রােগীর জরুরি চিকিৎসা নিশ্চিতে আলাদা শয্যা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy