২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৩:২৮:১৫ অপরাহ্ন


আর্জেন্টিনায় বিষাক্ত কোকেন সেবনে ২০ জনের মৃত্যু
রিয়াজ উদ্দিন:
  • আপডেট করা হয়েছে : ০৪-০২-২০২২
আর্জেন্টিনায়  বিষাক্ত কোকেন সেবনে ২০ জনের মৃত্যু আর্জেন্টিনায় বিষাক্ত কোকেন সেবনে ২০ জনের মৃত্যু.........


আর্জেন্টিনায় বিষাক্ত কোকেন সেবন করে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৮৪ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ ধারণা করছে তাদের সেবন করা কোকেনে বিষাক্ত কোন পদার্থ ছিলো।

বুয়েন্স এইরেসের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী সার্জিও বেরনির মুখপাত্র গত বুধবার বলেন, এই প্রদেশে সবচেয়ে বেশি মানুষ ১২ জন মারা গেছেন এবং ৫০ জন হাসপাতালে রয়েছেন।

এঘটনার পর অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজন মাদক ব্যবসায়ী কয়েকজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, কোকেনের মতো দেখতে একধরনের পদার্থ এতে মেশানো হয়েছিলো। কোকেনের দাম কমানোর জন্য মাদক ব্যবসায়ীরা এতে ভেজাল মিশিয়ে দিয়েছিলেন।

বেরনি বলেন, পরীক্ষাগারে ফলাফলের এবং যাদের আটক করা হয়েছে, তাদের সম্পর্কে তদন্ত প্রতিবেদনের জন্য আমরা অপেক্ষা করছি।

বুয়েন্স এইরেসের যেসব এলাকার বাসিন্দারা সবচেয়ে বেশি অসুস্থ হয়েছেন, তাদের মধ্যে অন্যতম ত্রেস দে ফেব্রেরো। সেখানকার স্থানীয় সরকার প্রতিনিধি বলেছেন, এই এলাকায় মৃত্যু ঠেকাতে জরুরি সেবা দল ও হাসপাতালগুলো একসঙ্গে কাজ করছে। এ ছাড়া সম্প্রতি যারা এই কোকেন কিনেছেন, তাদের এসব না সেবনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র : রয়টার্সের