১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৭:৩১:২৫ পূর্বাহ্ন


মতিহারে ট্রাকের হেলপারের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার
মোজাম্মেল হক রনি
  • আপডেট করা হয়েছে : ০৩-০২-২০২২
মতিহারে ট্রাকের হেলপারের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার মতিহারে ট্রাকের হেলপারের গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার


রাজশাহী মহানগরীতে গলায় ফাঁস দিয়ে মনিরুল (৩৩) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে নগরীর মতিহার থানাধিন ডাসমারী মধ্যপাড়া এলাকার নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করে মতিহার থানার এসআই সেলিম ও সঙ্গীয় ফোর্স।

মৃত মনিরুল ওই এলাকার মো. আব্দুল মজিদের ছেলে। 

স্থানীয়রা জানায়, মনিরুল পেশায় একজন ট্রাকের হেলপার। সে নিয়মিত মাদক সেবন করতো। তাছাড়া তার মাথায় সমস্যা ছিলো।

মৃতের ১০বছরের নাবালক ছেলে মারুফ জানায়, তার পিতা মাদকাশক্ত ও মাথায় সমস্যা ছিলো।

জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তুহিন আলী জানান, স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে নগরীর ডাসমারী মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় মনিরুল নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, গলায় ফাঁস দেয়ার কারন জানা যায়নি। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে বলেও জানান ওসি।

রাজশাহীর সময় /এএইচ