২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৮:৩৪:৩৯ পূর্বাহ্ন


সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে লাখ লাখ টাকা আত্মসাৎ!
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০১-১০-২০২২
সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে লাখ লাখ টাকা আত্মসাৎ! সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে লাখ লাখ টাকা আত্মসাৎ!


‌সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কি‌শোরগ‌ঞ্জ থেকে আল আমিন খান (৩১) নামে এক ব্য‌ক্তি‌কে আটক ক‌রে‌ছে র‌্যাব। সেনাবা‌হিনীর সদস্য প‌রিচ‌য়ে প্রতারণা করে আসছিলেন তিনি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপু‌রে কিশোরগঞ্জ সদর উপ‌জেলার য‌শোদল ইউনিয়‌নের বীর দামপাড়া থে‌কে তাকে আটক করে র‌্যাব-১২, কি‌শোরগঞ্জ ক্যা‌ম্পের সদস্যরা।

এ সময় তার কাছ থে‌কে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স ও সেনাবাহিনীর স্টিকারযুক্ত এক‌টি মোটরসাইকেল জব্দ করা হয়।

‌তি‌নি খুলনার ডুমু‌রিয়া উপ‌জেলার আরা‌জি সা‌জিয়ারা গ্রা‌মের মো. ইব্রাহিম খানের ছে‌লে।

র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মেজর শাহ‌রিয়ার মাহমুদ খান ‌বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জানতে পারে যে, সেনাবাহিনীর পরিচয় দি‌য়ে এক প্রতারক বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থে‌কে লাখ লাখ টাকা হাতিয়ে নি‌চ্ছে। এমন অভি‌যো‌গের সত্যতা নি‌শ্চিত হ‌য়ে অভিযান চা‌লি‌য়ে তাকে গ্রেফতার ক‌রে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছেন আল আমিন খান। এ ব্যাপা‌রে তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে বলেও জানান তিনি।