২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০১:৫০:৫২ অপরাহ্ন


মাদারীপুরে কম, সবচেয়ে বেশি দূষিত বায়ু গাজীপুরে
অনলাইন ডেস্ক:
  • আপডেট করা হয়েছে : ০৩-০২-২০২২
মাদারীপুরে কম, সবচেয়ে বেশি দূষিত বায়ু গাজীপুরে মাদারীপুরে কম, সবচেয়ে বেশি দূষিত বায়ু গাজীপুরে


দেশে সবচেয়ে বেশি দূষিত বায়ু গাজীপুর জেলায় এবং দূষণের মাত্রা সবচেয়ে কম মাদারীপুরে। দেশের ৬৩টি জেলায় জরিপ পরিচালনা করে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমান অধ্যয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, জরিপ প্রতিবেদন অনুযায়ী বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা জেলা এবং তৃতীয় নারায়ণগঞ্জ। রাস্তা খোঁড়াখুঁড়ি, বিভিন্ন প্রকল্প, ইটভাটা, শিল্প-কারখানাসহ বিভিন্ন কারণে গাজীপুরে দূষণ সবচেয়ে বেশি।

এ কর্মকর্তা জানান, বায়ুদূষণের সহনীয় মাত্রা প্রতি ঘনমিটারে ৬৫ মাইক্রোগ্রাম। সেখানে গাজীপুরের বায়ুর মান প্রতি ঘনমিটারে ২৬৩ মাইক্রোগ্রাম। মাদারীপুরে এ মান ৪৯ মাইক্রোগ্রাম। মূলত মাদারীপুরে জলাশয়, নদী ও গাছপালার আধিক্যের কারণে বায়ুমান ভালো বলে উল্লেখ করা হয়েছে।

দেশব্যাপী ৬৪ জেলার বায়ুমান সমীক্ষা-২০২১’ শীর্ষক গবেষণার প্রতিবেদন তুলে ধরেন গবেষকদলটির প্রধান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এক গবেষণায় এ তথ্য উঠে আসে।

ক্ষতিকারক পদার্থ বাতাসে মেশার ফলে বায়ুদূষণ হয়। বায়ুদূষণের ফলে স্বাস্থ্যের ক্ষতি হয়, পরিবেশ এবং সম্পদও নষ্ট হয়। এর ফলে বায়ুমণ্ডলে ওজোন স্তর পাতলা হয়ে যায়।  শিল্প, যানবাহন, জনসংখ্যার বৃদ্ধি এবং নগরায়ণ বায়ুদূষণের কয়েকটি প্রধান কারণ।

রাজশাহীর সময় / এম জি