তুর্কিয়ের রাষ্ট্রদূত এইচ.ই. মোস্তফা ওসমান তুরান পুন্ড্রু ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাস পরিদর্শণ কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মোজাফফর হোসেন তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি তুলেন ধরেন।
রাষ্ট্রদূত বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম ও সবুজ মনোরম ক্যাম্পাসের প্রশংসা করেন এবং ভবিষ্যৎতে তাঁর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে কলাবরেশনের সম্ভাব্যতা নিয়ে আগ্রহ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে-আরা বেগম, ভাইস-চেয়ারম্যান রোটা: ডাঃ মো. মতিউর রহমান, উপ-উপাচার্য প্রফেসর ড. আ.ন.ম রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোঃ আনসার আলী তালুকদার, সকল ডিনগণ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. আলাউদ্দিনসহ টিএমএসএস এর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।