রাজধানীর সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৮৬০টি ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
রোববার (১৮ সেপ্টেম্বর) সূত্রাপুর থানাধীন ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে স্থাপিত অস্থায়ী চেকপোষ্টে তল্লাশি চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- মোয়াজ্জেম হোসেন (৬৭) ও খালেদা আক্তার বেবী (৬৫)।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে ২ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৮৬০টি ইয়াবা উদ্ধার করা হয়।
আটকরা দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।