২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ০৪:৫১:২১ পূর্বাহ্ন


চট্টগ্রামের সীতাকুন্ডে সন্ত্রাসী কবির আহমেদ গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ১৫-০৯-২০২২
চট্টগ্রামের সীতাকুন্ডে সন্ত্রাসী কবির আহমেদ গ্রেফতার চট্টগ্রামের সীতাকুন্ডে সন্ত্রাসী কবির আহমেদ গ্রেফতার


চট্টগ্রামে অবৈধ অস্ত্র, হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কবির আহমেদকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৭টায় চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন বারবকুন্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব জানায়, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন ৫নং বাড়বকুন্ড ইউপি এলাকায় জনৈক মোঃ কবির আহমেদ নামের এক ব্যক্তিকে জনসম্মুখে অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ডাকাতি, ছিনতাই এবং মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে ওই এলাকাটি ত্রাসে পরিণত করেছে।

সে যেনো ধরা ছোঁয়ার বাইরে; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাকে কিছু করতে পারবেনা এমনভাবে ওই এলাকার সাধারন মানুষের মাঝে আতংক সৃষ্টি করে রেখেছে। 

এছাড়া গ্রেফতার কবির আহমেদের নামে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় অবৈধ অস্ত্র, হত্যা, হত্যা-চেষ্ঠা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ সর্বমোট ১০টি মামলাও রয়েছে। 

এরুপ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে (১৪ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৭টায় ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এলাকার ত্রাস, ডাকাত ও মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র মামলার গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ কবির আহমেদকে (৩৬) গ্রেফতার করা হয়। সে চট্টগ্রাম সীতাকুন্ড থানার বাড়বকুন্ড এলাকার জালাল আহমদের ছেলে। 

জিজ্ঞাসাবাদে সে তার সকল অপকর্মের কথা অকপটে স্বীকার করে এবং বতর্মানে সে অবৈধ অস্ত্র মামলার অপরাধে গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে জানায়।

উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামী ডাকাত ও মাদক ব্যবসায়ী কবির আহমেদ এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় অবৈধ অস্ত্র, হত্যা, হত্যা-চেষ্ঠা, চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ সর্বমোট ১০টি মামলা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হস্তান্তর করা হয়েছে।