২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১০:৩১:৪৬ পূর্বাহ্ন


শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া ৫ কেজি স্বর্ণ উদ্ধার
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২২
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া ৫ কেজি স্বর্ণ উদ্ধার ফাইল ফটো


চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সংরক্ষিত এলাকা থেকে সোয়া ৫ কেজি ওজনের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিমানবন্দরের বাংলাদেশ বিমানের গ্রাউন্ড ইকুইপমেন্ট গ্যারেজের একটি বাহনের চাকা থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দরের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিমান বন্দরে নিয়োজিত কাস্টমসের শুল্ক কর্মকর্তারাও। উদ্ধারকৃত স্বর্ণবারগুলো চাকার ভেতরে কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য প্রায় সোয়া ৩ কোটি টাকা।

গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় বাংলাদেশ বিমানের গ্রাউন্ড ইকুইপমেন্ট গ্যারেজে বিমানকে টো করে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের যানবাহন রাখা থাকে। সেখানে একটি বাহনের চাকার টায়ারের ভেতর স্বর্ণের বারগুলো অ্যাডহেসিভ প্লাস্টিক দিয়ে পেঁচিয়ে পেকেট করে রাখা হয়েছিল।

চট্টগ্রাম বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বলেন, যে স্থান থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে সে স্থানটি বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের গ্রাউন্ড ইকুইপমেন্ট কর্নার এবং বিমানের বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের গ্যারেজ। সেখানে বিকাল সোয়া ৩টায় অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।

রাজশাহীর সময় /এএইচ