২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ১১:০০:১৭ পূর্বাহ্ন


দুই দিনেও খোঁজ মেলেনি কর্ণফুলীতে নিখোঁজ বাবা-ছেলের
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২২
দুই দিনেও খোঁজ মেলেনি কর্ণফুলীতে নিখোঁজ বাবা-ছেলের ফাইল ফটো


চট্টগ্রামে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ বাবা-ছেলের সন্ধান দুই দিনেও মেলেনি। নিখোঁজদের হদিস না পাওয়ায় তৃতীয় দিনের চলছে উদ্ধার অভিযান।

মঙ্গলবার সকাল ৮টায় শুরু হয় ফায়ার সার্ভিসের ৬ জন ডুবুরি কোস্ট গার্ডের ৬ জন ডুবুরি এবং নৌবাহিনীর ডুবুরি দল নিয়ে যৌথ উদ্ধার অভিযান।

বিষয়টি নিশ্চিত করেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ রানা। তিনি বলেন, এখনো পর্যন্ত বাবা-ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গত রোববার সকাল সাড়ে ৯টা থেকে তাদের সন্ধানে শুরু হয় অভিযান। নিখোঁজ দুইজন হলেন- বাবা তপন দাশ ও ছেলে সমীর দাশ। তাদের বাড়ি পটিয়া উপজেলার কোলাগাঁওয়ে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত রোববার সকালে আনুমাঝির ঘাট এলাকায় ডিঙি নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন বাবা-ছেলে। এক পর্যায়ে নদীর ঘূর্ণনের মধ্যে পড়ে নৌকাটি উল্টে গেলে দুজনই পানিতে তলিয়ে যান। তবে অন্য এক জেলে (সজীব দাশ) সাঁতরে তীরে উঠে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

রাজশাহীর সময় / এফ কে