১৫ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৪:১০:৫০ পূর্বাহ্ন


রাজশাহী বিভাগে করোনা শনাক্ত ১০২৩ জন, মৃত্যু ১
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২২
রাজশাহী বিভাগে করোনা শনাক্ত ১০২৩ জন, মৃত্যু ১ ফাইল ফটো


গত একদিনে রাজশাহী বিভাগের আট জেলায় ১ হাজার ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ৪৪ দশমিক ৫৭ শতাংশ। শুধু বগুড়া জেলায় একজনের মৃত্যু হয়েছে করোনায়। এর বাইরে বিভাগের অন্য সাত জেলায় করোনায় প্রাণহানির খবর নেই।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত আলাদা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দুই প্রতিবেদনে দেখা গেছে, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১ লাখ ১১ হাজার ১৬ জনের। এর মধ্যে গত এক দিনে করোনা ধরা পড়েছে ১ হাজার ২৩ জনের।

এই এক দিনে বিভাগে সর্বোচ্চ ৫১৬ জনের নমুনা পরীক্ষায় ৩৭৩ জনের করোনা ধরা পড়েছে রাজশাহী জেলায়। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ৭২ দশমিক ২৯ শতাংশ। 

চাঁপাইনবাবগঞ্জে ১৫৮ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৩৭ দশমিক ৭০ শতাংশ।

নাটোরে ১৫৬ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৪৫ দশমিক ৫১ শতাংশ।

নওগাঁয় ১৯৭ জনের নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ৩১ শতাংশ।

পাবনায় ৪৭৬ জনের নমুনা পরীক্ষায় ১৫৯ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ৩৩ দশমিক ৪০ শতাংশ। 

সিরাজগঞ্জে ২৭১ জনের নমুনা পরীক্ষায় ১৩৪ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৪৯ দশমিক ৪৪ শতাংশ।

বগুড়ায় ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৩৩ শতাংশ।

এ ছাড়া জয়পুরহাটে ২৪৬ জনের নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৩১ দশমিক ৩০ শতাংশ।

এদিকে বিভাগজুড়ে এ পর্যন্ত ১ হাজার ৭০৭ জনের প্রাণ নিয়েছে করোনা। বিভাগে সর্বোচ্চ ৬৯৪ জন মারা গেছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৩২৯, নাটোরে ১৭৫, চাঁপাইনবাবগঞ্জে ১৬০, নওগাঁয় ১৪৬, সিরাজগঞ্জে ৯৭, জয়পুরহাটে ৬৬ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে এই মহামারিতে।

এ পর্যন্ত বিভাগজুড়ে করোনা জয় করেছেন ৯৮ হাজার ৯৫৯ জন। এর মধ্যে গত একদিনে সুস্থ’ হয়েছে ২৮৯ জন। এ পর্যন্ত করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৮ হাজার ৮৩৭ জন। গত এক দিনে হাসপাতালে এসেছেন ৬৩ জন। 

বর্তমানে করোনা নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ৩৬৫ জন। গত এক দিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ১২০ জন। আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ১৬৩ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৬০ জন।

রাজশাহীর সময় /এএইচ