২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১০:২৬:০১ অপরাহ্ন


রাজশাহীতে নাতির জন্য চকলেট আনতে বলায় বাবাকে পিটিয়ে হত্যা
মঈন উদ্দীন
  • আপডেট করা হয়েছে : ০১-০২-২০২২
রাজশাহীতে নাতির জন্য চকলেট আনতে বলায় বাবাকে পিটিয়ে হত্যা ফাইল ফটো


 রাজশাহীর চারঘাটে নাতির জন্য চকলেট আনতে বলায় ছেলের হাতে খুন হয়েছেন বাবা।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

বাবা সাদেক আলীকে (৬০) লাঠি দিয়ে আঘাতের পর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছেলে মুরাদ আলী (৩২) পলাতক রয়েছেন।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, পারিবারিক কলহের জের ধরে ছেলের লাঠির আঘাতে প্রাণ হারিয়েছেন বাবা সাদেক আলী। মুরাদ আলী ঠিকমত পরিবারের ভরণপোষণ দিতে পারতেন না। এনিয়ে পরিবারের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। সোমবার সকালে সাদেক আলী নাতির জন্য মুরাদকে চকলেট আনতে বলেন। এতে ক্ষিপ্ত হন মুরাদ। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে বৃদ্ধ বাবাকে বেধড়ক পেটানো শুরু করেন।

তিনি জানান, এক পর্যায়ে মাথায় লাঠির আঘাত লেগে সাদেক আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

রাজশাহীর সময় /এএইচ