সিরাজগঞ্জ এবং পাবনায় পৃথক অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিল এবং ৬০০ গ্রাম গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১২।
গতকাল সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৫টা হতে রাত সাড়ে ১০টা পর্যন্ত সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন সলঙ্গা বাজারের মাদ্রাসা মোড় ও পাবনা সদর থানাধীন ভজেন্দ্রপুর গ্রাম হতে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ হতে ৪৫ (পঁয়তাল্লিশ) বোতল ফেন্সিডিল, ৬০০(ছয়শত) গ্রাম গাঁজা ১টি মোটরসাইকেল এবং ২টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: লালমনিহাট জেলার লালমনিহাট সদর থানাধীন নামাটারী পূর্বপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ মেহেদী হাসান(৩২) ও পাবনা জেলার পাবনা সদর থানাধীন ভজেন্দ্রপুর গ্রামের মোঃ আব্দুল আওয়ালের ছেলে মোঃ মুক্তাদির আলম(২৮)।
অভিযান পরিচালনা করেন র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর কোম্পানী কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ এবং সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক কারবারীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(খ) ও আইনের ৩৬(১) এর সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাও পাবনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীর সময় /এএইচ