সুনামগঞ্জে পৃথক ঘটনায় এক শিশুসহ ২জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- জেলার সুনামগঞ্জ উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের খাগুড়া গ্রামের আমির হোসেন (৫৫) ও তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ধরুন গ্রামের আব্দুল কালামের ছেলে রাহাত মিয়া (৭)। আজ সোমবার (৩১ জানুয়ারী) বিকেলে ও সন্ধ্যায় পৃথক স্থান থেকে পুলিশ ২জনের লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ সোমবার (৩১ জানুয়ারী) দুপুর টায় জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ধরুন গ্রাম সংলগ্ন বলদার হাওরের বেরী বাঁধ নির্মাণ কাজ চলছিল। ওই সময় নিজ বসতবাড়ির রাস্তার খেলা করছিল শিশু রাহাত মিয়া খেলা করছিল। তখন বেরী বাঁধের মাটি পরিবহণকারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এঘটনার খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে। কিন্তু ট্রাকের চাপায় শিশু রাহাতের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে নেওয়া হয়নি আইনগত কোন পদক্ষেপ।
অপরদিকে বিকাল অনুমান সাড়ে ৪টায় পারিবারিক কলহের জের ধরে সংঘর্ষে আহত আমির হোসেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এরআগে গতকাল রবিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে জেলার সুনামগঞ্জ উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের খাগুড়া গ্রামের বাসিন্দা আমির হোসেনের সাথে তারই ছোট বোন জামাই মোস্তফা মিয়ার সংঘর্ষ হয়। ওই সময় পাথরের আঘাতে আমির হোসেন গুরুতর আহত হয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল পরে সেখান থেকে রাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ও তাহিরপুর উপজেলার বাদাঘাট পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই জয়নাল আবেদীন সাংবাদিকদের পৃথক ঘটনায় ২জনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজশাহীর সময় / এম আর