রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তিন জুয়াড়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল। এ সময় নগদ ৩৪১০টাকা ও জুয়া খেলার সামগ্রী তাস উদ্ধার করা হয়েছে।
রোববার দিবাগত রাত ১১টায় মহানগরীর শাহমখদুম থানার দক্ষিন নওদাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মহানগরীর শাহমখদুম থানার দক্ষিন নওদাপাড়া গ্রামের মোঃ ইমাজ উদ্দিনের ছেলে মোঃ হাসিবুল (২৫), একই গ্রামের মোঃ কাজিমুদ্দিনের ছেলে মোঃ শামীম (২৬) ও মোঃ রাজুর ছেলে মোঃ বাদশাহ (২৪)।
এ তথ্য নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আরেফিন জুয়েল।
তিনি জানান, মহানগরীর শাহমখদুম থানার দক্ষিন নওদাপাড়া এলাকার কেন্দ্রিয় ঈদগাহের মাঝস্থানে বসে একদল জুয়াড়ী জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিন জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য জুয়াড়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
অভিযান পরিচালনা করেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ মশিয়ার রহমান, এসআই এএসএম মোঃ সাইদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার জুয়াড়ীদের বিরেুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবি ডিসি।
রাজশাহীর সময় / এম আর