২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০১:৩৫:১৪ পূর্বাহ্ন


পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ২৪-০৭-২০২২
পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন


পত্নীতলায় “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২৩-২৯ জুলাই উদ্বোধন উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মহসিনা পারভিনের সঞ্চালনায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, জেলা পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ, প্রভাষক অর্শ্বীনি কুমার রায়।  শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ।

এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, পত্নীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সুপদ চন্দ্র দাস সহ অন্যান্য কর্মকর্তা, সুধীজন, মৎস্যচাষীবৃন্দ প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা সফল মৎস্য চাষীদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।