আড়িয়াল খাঁ নদে আওলাদ-৪ লঞ্চের ধাক্কায় নিখোঁজ জেলে মাসুম খানের (৩০) লাশ তিন দিন পরে উদ্ধার করেছেন স্থানীয়রা।
রোববার (৩০ জানুয়ারি) বিকেল ৫টায় স্থানীয় জেলে জাফর ও আলী নদে জাল ফেলতে গিয়ে মরদেহটি ভাসতে দেখেন। পরে কয়েকজনের সহায়তায় তীরে নিয়ে আসেন। লাশের কোমর ও ডান হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
বিষয়টি নিশ্চিত করে উদ্ধারকারী জেলে জাফর বলেন, বিকেলে নদীতে জাল ফেলতে গিয়ে মাসুমের লাশ দেখতে পাই। মাসুম তিন দিন আগে লঞ্চের ধাক্কায় নিখোঁজ ছিল। তার মাইশা নামের চার বছর বয়সী এক মেয়ে রয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, এখন পর্যন্ত জানতে পেরেছি লঞ্চের ধাক্কায় নিখোঁজ ব্যক্তির লাশ আড়িয়াল খাঁ নদ থেকে স্থানীয়রা উদ্ধার করেছেন। সেখানে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরাও আছেন। তবে ঘটনাস্থল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা এলাকার বিধায় বিস্তারিত এয়ারপোর্ট থানার কর্মকর্তারা জানাতে পারবেন।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার জানিয়েছেন, জানতে পেরেছি আড়িয়াল খাঁ নদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু উদ্ধার হওয়া লাশটি লঞ্চের ধাক্কায় নিখোঁজ জেলের কি না, তা এখনো নিশ্চিত নই।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত ৩টায় বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকায় আড়িয়াল খাঁ নদে মাছ শিকার করতে গেলে এমভি আওলাদ-৪ লঞ্চের ধাক্কায় একটি জেলেনৌকা ডুবে যায়।
এতে ওই এলাকার ইসমাইল খানের ছেলে মাসুম খান নিখোঁজ হন। আহত অবস্থায় উদ্ধার করা হয় অপর মাঝি দেলোয়ার হোসেনকে। ওই দিন ফায়ার সার্ভিসের দল মাসুম খানকে উদ্ধার করতে পারেনি।
রাজশাহীর সময় /এএইচ