২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৪:৪৯:০৪ অপরাহ্ন


কালী’র কারণে এ বার ধর্ষণের হুমকি লীনাকে
তামান্না হাবিব নিশু :
  • আপডেট করা হয়েছে : ১২-০৭-২০২২
কালী’র কারণে এ বার ধর্ষণের হুমকি লীনাকে কালী’র কারণে এ বার ধর্ষণের হুমকি লীনাকে


কালী’ তথ্যচিত্রের পোস্টার নিয়ে হেনস্থার শেষ নেই পরিচালক লীনা মানিমেকালাইয়ের। তাঁর তথ্যচিত্রে আদতে দেবীরূপী এক বহুরূপী সিগারেটে সুখটান দিয়েছেন। হাতে রূপান্তরকামীদের রামধনু পতাকা। ছবির এমন পোস্টার প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে হইচই। দেশের বিভিন্ন রাজ্যের থানায় পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সেই বিতর্কের জেরেই এ বার সরাসরি ধর্ষণের হুমকি পেলেন লীনা। তাঁকে অশ্রাব্য গালিগালাজ করেছেন অভিযুক্ত। সরাসরি পরিচালককে জানিয়েছেন, ‘গরম লোহার রড তোমার শরীরের ভিতরে ঢোকানো উচিত!’ সমস্ত রাজ্যের প্রশাসনের কাছে ক্ষুব্ধ লীনার সটান প্রশ্ন, ‘কী ভাবে এই অপরাধমনস্ককে আপনারা আমায় অনুসরণের অনুমতি দিয়েছেন?’

দিন তিনেক আগে পোস্টার-বিতর্কে পরিচালকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে মধ্যপ্রদেশ পুলিশ। বিষয়টিতে পূর্ণ সমর্থন রয়েছে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের। তাঁর মতে, ওই পোস্টার ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। লীনাও নিজের সমর্থনে একাধিক টুইট করেছেন। যদিও তাঁর কথায় সে ভাবে সাড়া দেননি জনসাধারণ। এর পরেই ধর্ষণের হুমকি পেয়ে ক্ষুব্ধ তিনি। সেই ক্ষোভ, অপমান লীনার প্রতিটি কথায়।

মামার সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা হয়, যৌন হেনস্থারও শিকার ‘কালী’র পরিচালক লীনা!

অভিযুক্তকে নিয়ে পরিচালকের প্রশ্ন— ‘এই লোক কী ভাবে ‘হিন্দু’ হতে পারে? কী ভাবে এই লোকের মনে ‘বিশ্বাস’ থাকতে পারে? কী ভাবে এই লোকটির ‘অনুভূতি’ থাকতে পারে? কী ভাবে একটি ছবির পোস্টার তাকে ‘আঘাত’ করতে পারে? কারণ, সে এক জন নারীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিচ্ছে।’ দিল্লি পুলিশ, লখনউ পুলিশ, গুয়াহাটি পুলিশের উদ্দেশেও তাঁর প্রশ্ন, ‘আপনারা কি এই লোকটিকে আমার উপর আক্রমণ করতে এবং আমাকে অনুসরণ করার অনুমতি দিয়েছেন?’