২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৫:১৮:৪৫ অপরাহ্ন


বিভিন্ন টিভি চ্যানেলের ঈদ আয়োজন
বিনোদন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ১০-০৭-২০২২
বিভিন্ন টিভি চ্যানেলের ঈদ আয়োজন ফাইল ফটো


সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। সামর্থবান মানুষেরা পশু কোরবানি দিচ্ছেন। মুসলিম উম্মাহর দ্বিতীয় সর্ববৃহৎ এ উৎসব ঘিরে দেশের টিভি চ্যানেলগুলো নানা অনুষ্ঠান সম্প্রচার করছে। পাঠকদের জন্য ঈদের দিনে টিভি চ্যানেলগুলোর আয়োজন সম্পর্কে তুলে ধরা হলো-

বিটিভি: ঈদের দিন বাংলাদেশ টেলিভিশনে রাত আটটার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বিশেষ একক নাটক ‘দুর সম্পর্ক’। এতে অভিনয় করেছেন মানস বন্দ্যোপাধ্যায়, আজাদ আবুল কালাম, সাবেরী আলম, আয়েশা লাবণ্য, মায়মুনা ফেরদৌস, আহনাফ আবরারসহ আরো অনেকে। বিটিভির প্রযোজনায় নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আজাদ আবুল কালাম।

ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভিতে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা। এবার এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ। এ ছাড়াও রয়েছে নিশিতা বড়ুয়া, সাব্বির, লিজা ও রাজীবের কণ্ঠে একটি মৌলিক গান। সিনেমার গানের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন। থাকছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাচ। বিশেষ একটি পর্বে আড্ডায় অংশ নেবেন চিত্রনায়িকা পরীমনি ও তার স্বামী শরিফুল রাজ।

দুরন্ত টিভি: বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’ দুরন্ত টিভিতে ঈদুল আযহা উপলক্ষে থাকছে পাঁচ পর্বের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’। নাটকটি রচনা করেছেন সাইফুল্লাহ রিয়াদ এবং পরিচালনা করেছেন মো. তোফায়েল সরকার। নাটকে প্রাইভেট ডিটেকটিভ চরিত্রে অভিনয় করেছেন ডা. এজাজুল ইসলাম। এছাড়াও এ নাটকে আছেন বৃন্দাবন দাস, পাভেল ইসলাম, এ্যালেন শুভ্র, নাজমুল ইসলাম অনিক, পরশ লোদি। দুরন্ত’র ৫ দিনের বিশেষ ঈদ আয়োজনে ঈদের ১ম দিন ‘হৈ হৈ হল্লা’ নাটকটি দেখা যাবে দুপুর ১টায়, বিকেল ৫টা ৩০ মিনিটে এবং রাত ৮টায়।

নাগরিক: ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ৩০ মিনিটে নাগরিক টিভিতে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক ‘লায়িকার মা’। অভিনয় করেছেন কেয়া, মুকিত জাকারিয়া, ওলিউল রুমী, চিত্রলেখা প্রমুখ। রচনা ও পরিচালনায় সোহাগ কাজী।

ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ১০টা ২৫ মিনিটে নাগরিক টিভিতে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক ‘কমন গার্লফ্রেন্ড’। অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, প্রাণ রায়, জামিল হোসেন, সীমান্তসহ অনেকে। রচনায় নবীন হোসেন, পরিচালনায় মাইনুল হাসান খোকন।

চ্যানেল আই: ঈদের দিন রাত ০৭:৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘খোঁপা’। মাসুম রেজার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। নাটকটিতে অভিনয় করেছেন তানজিকা আমিন, সালাহউদ্দিন লাভলু, পারভেজ প্রমুখ।

ঈদের দিন বিকেল ২টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘অনাকাঙ্ক্ষিত বিয়ে’। নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় এতে অভিনয় করেছেন আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।

ঈদের দিন বিকেল ৪টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘প্রথম প্রথম প্রেম’। রচনা. ফারিয়া হোসেন ও পরিচালনায় চয়নিকা চৌধুরী। অভিনয়ে আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, শহীদুজ্জামান সেলিম, নাবিলা, আরশ খান প্রমুখ। ঈদের দিন রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইতে প্রচার হবে নাটক ‘গল্পের নাম যা হয়না’। রাবেয়া খাতুনের মুল গল্পে নাটকটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম, তানিয়া আহমেদ, মুমতাহিনা টয়া প্রমুখ।

বৈশাখী টিভি: ঈদের দিন বিকাল ৫টা ৪৫ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক পরিপূর্ণ ভালোবাসা। ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন মজিবুল হক খোকন। অভিনয় করেছেন মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারি, উর্মিলা শ্রাবন্তী কর, মৌমিতা মৌ প্রমুখ।

ঈদের দিন রাত ১১টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক কোরবানীর হাট। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম, ঝুনা চৌধুরী, দিলারা জামানসহ আরও অনেকে। টিপু আলম মিলনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন এসএ হক অলিক।

এটিএন: ঈদের দিন বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘করাপশন’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, সাজু খাদেম, তাসনিয়া ফারিণ, মনিরা মিঠুসহ আরও অনেকে।

ঈদের দিন রাত ৭টা ৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ একক নাটক ‘রঙ্গীলা’। শিহাব শাহীনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাবিলা নূর।

ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘রঙের দুনিয়া’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শম্পা মাহমুদ।

রাত ১১টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘আপনজন’। এতে অভিনয় করেছেন অপূর্ব ও কেয়া পায়েল। টেলিফিল্মটি পরিচালনা করেছেন মুরসালিন শুভ।

দীপ্ত টিভি: ঈদের দিন দুপুর ১টায় দীপ্ত টিভিতে প্রচার হবে বাংলা চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’। তৌকির আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, পরীমণি, মমসহ আরও অনেকে।

ঈদের দিন রাত আটটায় দীপ্ত টিভিতে প্রচার হবে ঈদের বিশেষ নাটক ‘নিজস্ব প্রতিবেদন’। অনন্য ইমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন সাবিলা নূর, মনোজ প্রামাণিক, জিয়াউল হাসান কিসলু, রেশমা, নিশাত তমাসহ আরও অনেকে।

ঈদের দিনের দিন রাত ১০টায় দীপ্ত টিভিতে প্রচার হবে একক নাটক ‘বাজি’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মিহি প্রমুখ। নাটকটি পরিচালনা করেছেন আজাদ কালাম।

চ্যানেল নাইন: ঈদের দিন রাত ৮টায় চ্যানেল নাইনে প্রচার হবে একক নাটক সুন্দরী বৌ। হাসান রেজাউলের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাওন,চমকসহ আরও অনেকে।

ঈদের দিন রাত ১০টা ৪০ মিনিটে প্রচার হবে ফোক সম্রাজ্ঞী মমতাজের একক সঙ্গীতানুষ্ঠান।

ঈদের দিন থেকে ঈদের ৬ষ্ঠ দিন পর্যন্ত বিকেল ৫টায় চ্যানেল নাইনে প্রচার হবে সেলিব্রেটিদের নিয়ে আড্ডা “ঈদ স্টার: পরিচালনা জে.এন.এইচ.এম হাসান। অনুষ্ঠানটি উপস্থাপনা শান্তা জাহান। অতিথি থাকবেন- চিত্র নায়ক সিয়াম,চিত্র নায়িকা বুবলী, দিলারাজামান,ক্রিকেটার জাহানার,নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, সম্মানীত চিত্রশিল্পী ও কার্টুনিস্ট রফিকুন নবী।

এনটিভি: ঈদের দিন রাত ৭টা ৫৫মিনিটে এনটিভিতে প্রচার হবে একক নাটক টাকা। নাহিদুল ইসলামের গল্প ও চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন নুর ইমরান মিঠু। নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, তাসনুভা তিশা, ইকবাল হোসেন, ডিকন নূর, নাজ নাজনীন, আহমেদ ফারুক, আয়েশা, হাসনা প্রমুখ।

ঈদের দিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে একক নাটক চাকুরী নয় চাকর। শিহাব শাহীনের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, নাজিবা বাশার, আশরাফুল আলম সোহাগ, বাশার বাপ্পী, রিমু রেজাসহ আরও অনেকে।

মাছরাঙা: ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত মাছরাঙা টিভিতে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক চরিত্র সনদ। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, উর্মিলা, জয়রাজ, শাহনাজ খুশী প্রমুখ।

ঈদের দিন বিকেল ৫টা ৫০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটক পূর্ব পশ্চিম। অভিনয়ে জাহিদ হাসান, মৌসুমী মৌ প্রমুখ। মুনতাহা বৃত্তার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাইদুর রহমান রাসেল।

বাংলাভিশন: ঈদের দিন দুপুর ২টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘চাঁটগাইয়া গোলমাল’। মেজবাহ উদ্দীন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। এতে অভিনয় করেছেন সাবিলা নূর, মুকিত জাকারিয়া, নাবিলা, ইরফান সাজ্জাদ, চিত্রলেখা গুহসহ আরও অনেকে।

ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টায় বাংলাভিশনে প্রচার হবে ঈদের বিশেষ ধারাবাহিক ‘গফুরের জোড়া জামাই’। স্বাধীন শাহর পরিচালনায় এতে অভিনয় করেছেন আখম হাসান, শামীম জামান, জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা, রেজবিন, সেতু, হান্নান শেলী ও আরও অনেকে।

ঈদের সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে নাটক ‘সে ছিল আমার’। মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ, তানজিন তিশা ও আরও অনেকে।

ঈদের দিন রাত ১১টা ৩৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘ব্যাচেলর কুরবানি’। কাজল আরেফিন অমির পরিচালনায় এতে অভিনয় করেছেন পলাশ, মারজুক রাসেল, চাষী আলম ও আরো অনেকে।

একুশে টিভি: ঈদের দিন রাত ৮টায় একুশে টিভিতে প্রচার হবে ঈদের বিশেষ নাটক লাইভ গেইম। এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, নাদিয়া মিম, টুটুল চৌধুরীসহ আরও অনেকে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ।

ঈদের দিন রাত ১০টায় একুশে টিভিতে প্রচার হবে ঈদের বিশেষ নাটক জোর করে বিয়ে’। কানিজ শারমিনের রচনা ও জুয়েল হাসানের পরিচালনায় নাটটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর, চমকসহ আরও অনেকে।

রাজশাহীর সময়/এম