২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১১:৩৭:০৫ অপরাহ্ন


সাপাহারে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস টেস্ট'র মতবিনিময় সভা
হাফিজুল হক, সাপাহার (নওগাঁ)প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ০৫-০৭-২০২২
সাপাহারে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস টেস্ট'র মতবিনিময় সভা সাপাহারে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস টেস্ট'র মতবিনিময় সভা


নওগাঁর সাপাহারে  সামাজিক  কাঠামোতে প্রান্তিক অবস্থানে থাকা নারীদের ন্যায় বিচার প্রাপ্তি ও আইনি সহায়তায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে আলোহা সোসাইটির শুভাকক্ষে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস টেস্ট (ব্লাস্ট) আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক প্রধান শিক্ষক নুরুল হক মাস্টার।

এ সময় লিগ্যাল এইড এর কার্যকারিতা, সুফল ও সামাজিক সমস্যা সমাধানে আইনি সহায়তা প্রদান এর উপর গুরুত্ব আরোপ রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস টেস্ট (ব্লাস্ট) উপ-পরিচালক অ্যাডভোকেসি ও কমিউনিকেশন মাহবুবা আক্তার। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজার এডভোকেসি

ফারজানা তিন্নি,জুনিয়র্স এডভোকেসি অফিসার শাহারিয়ার হোসেন, রিসার্চ ইনোশিয়েটিভস বাংলাদেশ রিইব'র সিনিয়র প্রোগ্রাম অফিসার মতিউর রহমান, বরেন্দ্রভূমি সমাস উন্নয়ন সংস্থার কর্মসূচি সমন্বয়ক আতোয়ার রহমান, সাপাহার প্রেসক্লাবের সহ-সভাপতি ও মানবকন্ঠ উপজেলা প্রতিনিধি সাংবাদিক হাফিজুল হক, সাপাহার সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মরিয়ম বেগম, উপজেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক ক্ষুদিরাম এক্কা প্রমুখ।

এ সময় আদিবাসী পরিষদের অন্যান্য সদস্য, প্রান্তিক ও ক্ষুদ্র নূ-গোষ্ঠীর অর্ধশত নারী উপস্থিত ছিলেন।

রাজশাহীর সময়/এম