২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০২:৩৬:৫২ অপরাহ্ন


‘রিকশা গার্ল’ তিশা
বিনোদন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৬-২০২২
‘রিকশা গার্ল’ তিশা ফাইল ফটো


ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ভিন্ন চরিত্রে নিজেকে দর্শকদের সামনে তুলে ধরেছেন একাধিকবার। দর্শকরাও তার অভিনয়ে বেশ মুগ্ধ।

এবার ঈদে মুক্তি পাচ্ছে তিশা অভিনীত বেশ কয়েকটি নাটক। তার মধ্যে অন্যতম ‘রিকশা গার্ল’। আহমেদ তাওকীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু।

নাটকে শিখা চরিত্রে অভিনয় করেছেন তিশান। তার বিপরীতে আছেন সোহেল মন্ডল। রেজাউল চরিত্রে দেখা যাবে তাকে।

গল্পে দেখা যাবে, এক সংগ্রামী নারী শিখা। এ শহরে তার অন্য এক জীবন, ভিন্ন রকম বেঁচে থাকা। শহরের কোনো এক বস্তিতে ছোট বোন পরীকে নিয়ে, তার সংগ্রামের এক সংসার! প্রতিদিন সে তার রিক্সা নিয়ে কাজে যায়, বোনকে স্কুলে নামিয়ে! পরী নামের সে মেয়েটি দেখতে ভীষণ মায়াময়। তবে শিখার রিকশা চালানোর পেছনে লুকিয়ে ‘রেজাউল' নামের অন্য এক মানুষের গল্প। 

তবে শিখা কাজের ফাঁকে কাকে যেন খুঁজে ফেরে! তখন পরী বাসায় একা থাকে। রুমের দরজা থাকে বাইরে থেকে তালা দেয়া। কখনো বস্তির রানু খালা কাজের ফাঁকে খেয়াল রাখে পরীর! অন্য দিকে শহরে রিকশা চালাতে গিয়ে শিখা প্রায়ই বিব্রত হয়, সবাই চিড়িয়াখানার জন্তুর মতো তাকে দেখে। এভাবেই এগিয়ে যায় জীবন বাস্তবতার বিভিন্ন বাঁক নিয়ে ‘রিকশা গার্ল’।

ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে নাটকটি। প্রচারের পর নাটকটি দর্শকপ্রিয়তা পাবে বলে আশা করছেন নির্মাতা। 

রাজশাহীর সময়/এএইচ