নিউইয়র্ক, টেক্সাসসহ আমেরিকায় একের পর এক স্কুল, গির্জা, সুপারমার্কেটে বন্দুক হামলার পর আইন কঠোর করতে অস্ত্র নিরাপত্তা বিল পাস করেছে মার্কিন সিনেট।
নিউইয়র্ক, টেক্সাসসহ আমেরিকায় একের পর এক স্কুল, গির্জা, সুপারমার্কেটে বন্দুক হামলার পর আইন কঠোর করতে অস্ত্র নিরাপত্তা বিল পাস করেছে মার্কিন সিনেট। বৃহস্পতিবার রাতে পাস হওয়া বিলটি গত ৩০ বছরে আমেরিকার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ আগ্নেয়াস্ত্র আইন হতে চলেছে।
মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বিল পাস করতে ন্যূনতম ৬০ জনের সমর্থনের প্রয়োজন হয়। ৬৫টি ভোট নিয়ে গতকাল সিনেটে বিলটি পাস হয়। বিপক্ষে ভোট পড়েছিল ৩৩টি।
রিপাবলিকানরা মূলত অস্ত্র আইন কঠোর করার পরিবর্তে নিরাপত্তা বাড়ানো ও মানসিক স্বাস্থ্য আইন উন্নত করতে আগ্রহী। তবে সিনেটের ভোটাভুটিতে গতকাল ১৫ রিপাবলিকান ডেমোক্র্যাটদের সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ বিলের পক্ষে ভোট দেন।
গত মাসে নিউইয়র্কের বাফেলোর সুপারমার্কেটে ও টেক্সাসের উভালদে'তে প্রাথমিক বিদ্যালয়ে গোলাগুলিতে ৩১ জন নিহত হয়। এরপরই অস্ত্র নিরাপত্তা কঠোর করতে পাস হলো এই বিল।
তবে প্রস্তাবিত আইন নিয়ে এখনও বিতর্ক রয়েছে। ডেমোক্র্যাট সদস্য ও অ্যাক্টিভিস্টদের অনেকের দাবি, আইনে নিরাপত্তার প্রস্তাবগুলো যথেষ্ট কঠোর নয়।
বিলটি এখন হাইজ অব রিপ্রেজেন্টেটিভসে তোলা হবে। সেখানে পাস হলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে। আগামী কয়েকদিনের মধ্যেই প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে পারে।