নাটোর সদর উপজেলার হালসা এলাকায় সাবেক স্বামীর ছুরিকাঘাতে মীম খাতুন (২৮) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৯ জানুয়ারি) সকালের এ ঘটনায় অভিযুক্ত রাজুকে আটক করতে পারেনি পুলিশ।
নিহতের স্বজনরা জানান, কয়েক বছর আগে শহরের মল্লিকহাটী এলাকার কাঠ মিস্ত্রী রাজুর সঙ্গে বিয়ে হয় মিমের। বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলছিল তাদের। গত দুই মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তারপর মীম হালসা এলাকার নিশ্চিন্তপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকত। তবে গত কয়েক দিন থেকে রাজু প্রায়ই মীম খাতুনের সঙ্গে যোগাযোগ শুরু করে। মীম খাতুন তার প্রাক্তন স্বামীকে মেনে না নেয়ার জেরে শনিবার সকালে তর্কাতর্কির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করতে থাকে রাজু আহম্মেদ। এসময় মীমের চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে রাজু পালিয়ে যায়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মীমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বাংলাদেশ জানান, মীমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আলামত সংগ্রহে কাজ চলছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
রাজশাহীর সময় /এএইচ