২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:৪১:৫১ পূর্বাহ্ন


জয়পুুরহাটের ক্ষেতলালে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন যাচাইকরণে যৌথ সভা অনুষ্ঠিত
নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ১৫-০৬-২০২২
জয়পুুরহাটের ক্ষেতলালে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন যাচাইকরণে যৌথ সভা অনুষ্ঠিত জয়পুুরহাটের ক্ষেতলালে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুনর্বাসন যাচাইকরণে যৌথ সভা অনুষ্ঠিত


জয়পুরহাটের ক্ষেতলালে ক-শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে শতভাগ পুনর্বাসন যাচাইকরণে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুন) বেলা ১১ টায় ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদের সভা কক্ষে যাচাই করণ যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট (এডিএম)উম্মুল বানীন দ্যুতি।

অনুষ্ঠিত সভায় যৌথ সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রাকিবুল হাসান, ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন ইয়াজদানী, উপজেলা আ"লীগের সভাপতি আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদারসহ স্থানীয় জন-প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিকবৃন্দরা।

সভায় ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ তার বক্তব্যে জানান,এই উপজেলায় এখন পর্যন্ত মোট ৩৯ টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে বাড়ি হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান ক-শ্রেণীর আরো ৩০ জন পরিবারকে ভূমি ও গৃহ দেয়া হবে বলে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রাজশাহীর সময়/এ