এবার শেষকৃত্যের অনুষ্ঠান চলাকালীন গুলি চালালো বন্দুকধারী ! গতকাল বৃহস্পতিবার দুপুরে আমেরিকায় উইশকনসিনের একটি কবরখানায় এ ঘটনা ঘটে । এ সময় একাধিক ব্যক্তি আহত হয়েছেন। তবে কেউ গ্রেফতার হয়নি।
জানা গেছে, দুপুর আড়াইটার দিকে গ্রেসল্যান্ড গোরস্থানে এক ব্যক্তির শেষকৃত্য চলছিল। সেখানে বেশ কিছু মানুষ উপস্থিত ছিলেন। হটাৎই এক বন্দুকধারী এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। তার পরিচয় জানা যায়নি। আচমকা হুলস্থূল পড়ে যায় সেখানে। প্রাণভয়ে পালাতে থাকেন সকলে। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বেশ কয়েক জন।
কিছুক্ষণের মধ্যের পৌঁছায় পুলিশ। আহত পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে কনয়ে যান। তদন্ত শুরু হয় এলাকায়।
প্রসঙ্গত, গত পরশু অর্থাৎ বুধবারই আমেরিকার ওকলাহোমায় হাসপাতালে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় আরও এক বন্দুকবাজ। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন চারজন। পুলিশের গুলিতে বন্দুকধারীও নিহত হয়। তার আগে গত সপ্তাহেই টেক্সাসের একটি স্কুলে আততায়ীর ছোড়া গুলিতে ১৯ জন পড়ুয়া ও ২ জন শিক্ষক মারা যান। এর আগে নিউউয়র্কের বাফেলোতে একটি বাজার এলাকায় গুলি চালায় বন্দুকধারী। এতে ১০ জন প্রাণ হারান।
এ নিয়ে গত এক মাসে চতুর্থবার আমেরিকায় গুলি চালালো বন্দুকধারী।