২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৮:০০:১৬ পূর্বাহ্ন


ব্যাঙ্ক ম্যানেজার হত্যার কয়েক ঘণ্টা পরেই জঙ্গি-গুলিতে শ্রমিক খুন !
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ০৩-০৬-২০২২
ব্যাঙ্ক ম্যানেজার হত্যার কয়েক ঘণ্টা পরেই জঙ্গি-গুলিতে শ্রমিক খুন ! ব্যাঙ্ক ম্যানেজার হত্যার কয়েক ঘণ্টা পরেই জঙ্গি-গুলিতে শ্রমিক খুন !


দু’দিন আগেই জম্মুর বাসিন্দা, ৩৬ বছর বয়সি শিক্ষিকা রজনী বালাকে গুলি করে খুন করা হয়েছিল কাশ্মীরে। এর পরে গতকাল সকালেই কুলগামের একটি ব্যাঙ্কে ঢুকে গুলি করে মারা হয় ম্যানেজারকে। রাজস্থানের বাসিন্দা বিজয় কুমারকে হত্যার এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই ফের জঙ্গি-গুলিতে খুন হয়ে গেলেন বিহারের এক পরিযায়ী শ্রমিক! গুলিতে জখম হয়ে হাসপাতালে আরও এক শ্রমিক। 

তিন দিনে তিন হামলায় প্রাণ গেল তিন জন হিন্দুর। বেছে বেছে ভিন্ রাজ্যের মানুষ ও সংখ্যালঘুদের খুনের ঘটনা যেন লাগামহীন ভাবে বেড়ে গিয়েছে ভূস্বর্গে। শান্তিতে নেই নিরীহ সাধারণ নাগরিকরাও। 

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধেয় বদগামের মাগরেপোরা এলাকায় জঙ্গিদের গুলি চলে আচমকা। পরিযায়ী শ্রমিকরা তখন ইটভাঁটায় কাজ শেষে ফিরছিলেন। তাঁদেরই নিশানা করে আততায়ীরা। একজনের কাঁধে-হাতে গুলি লাগে, তিনি প্রাণে বেঁচে যান। মারা যান দিলখুশ নামের এক শ্রমিক। বিহার থেকে কাজ করতে এসেছিলেন তিনি। ঘটনার পরেই আতঙ্কে কাঁপছে গোটা এলাকা।

৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর থেকেই কাশ্মীরে অশান্তি বেড়েছে। মাঝে কিছু দিন পুলিশ ও সেনার চরম তৎপরতায় পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণ করা গেলেও গত কয়েক মাসে হাতের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি। পাক-মদতপুষ্ট জঙ্গিদের আনাগোনা মারাত্মক বেড়ে গেছে, একের পর এক সাধারণ মানুষকে নিশানা করছে তারা। 

এই নিয়ে আজ, শুক্রবারই কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন খোদ অমিত শাহ। উপস্থিত থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও। পুলিশ ও সেনার একাধিক উচ্চপদস্থ অফিসাররাও থাকবেন সেই বৈঠকে। উপত্যকার নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বৈঠকে।