সনিয়া গান্ধী কোভিড আক্রান্ত, আইসোলেশনে কংগ্রেস কোভিড সংক্রমণ যখন নতুন করে মাথা তুলছে তখন আক্রান্ত হলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। কোভিড টেস্টের পর বৃহস্পতিবার তাঁর রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত তিনি ১০ জনপথে আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে।
সংবাদসংস্থা এএনআইকে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছেন, গত সপ্তাহে প্রায় রোজ বিভিন্ন বৈঠক করেছিলেন সনিয়া। তারপর মঙ্গলবার থেকে তাঁর সামান্য জ্বর আসে। বুধবার সন্ধেবেলা কোভিড টেস্ট করানো হয়। এদিন তার রিপোর্ট পজিটিভ এসেছে।
কংগ্রেস মুখপাত্র আরও বলেছেন, সনিয়ার মৃদু উপসর্গ রয়েছে। তাঁর চিকিৎসকরা ইতিমধ্যেই ওষুধ চালু করেছেন। আশা করা হচ্ছে দ্রুত তিনি সেরে উঠবেন।
দু’দিন আগেই ন্যাশনাল হেরল্ড মামলায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সনিয়া ও রাহুলকে তলব করে নোটিস পাঠিয়েছিল। বুধবার তা সর্বসমক্ষে এনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানায় কংগ্রেস। সাবেক দলের বক্তব্য, আরও একবার নির্লজ্জ কায়দায় নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করতে নেমে পড়েছে।
ইডি যে নোটিস পাঠিয়েছে তাতে সনিয়া ও রাহুলকে বলা হয়েছে আগামী ৮ জুনের মধ্যে ইডি দফতরে হাজিরা দিতে। কিন্তু সনিয়ার কোভিড সংক্রমণ ধরা পড়ায় ওই সময়সীমার মধ্যে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয় বলেই মত অনেকের। কারণ অন্তত ১০ দিন আইসোলেশনে থাকতে হবে সনিয়াকে। তবে রাহুল কী করেন সেটা দেখার।