“সোনালী আঁশে সোনার দেশ, মুজিববর্ষের বাংলাদেশ, বাংলার পাট বিশ্ব মত ” এই শ্লোগানে নাটোরের বাগাতিপাড়ায় উন্নত প্রযুক্তিতে পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষীদের প্রশিক্ষণ কর্মসূচি-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুন) সকালে উপজেলার জিমনেশিয়াম কক্ষে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন, প্রকল্প পরিচালক যুগ্ম সচিব দীপক কুমার সরকার।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকতা মোমরেজ আলী, বাগাতিপাড়ার উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার রায় এবং পাঁকা ইউপি চেয়ারম্যান নয়েজ মাহামুদ প্রমুখ। ওই প্রশিক্ষণ কর্মসূচীতে ১০০ জন প্রান্তিক পাটচাষী অংশ গ্রহণ করেন।