২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ১১:৪৮:৪৭ পূর্বাহ্ন


কুরআন প্রতিযোগিতায় জেলার শ্রেষ্ঠ পুরুস্কার পেলেন সিংড়ার আছিয়া খাতুন
সৌরভ সোহরাব, সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ২৯-০৫-২০২২
কুরআন প্রতিযোগিতায় জেলার শ্রেষ্ঠ পুরুস্কার পেলেন সিংড়ার আছিয়া খাতুন কুরআন প্রতিযোগিতায় জেলার শ্রেষ্ঠ পুরুস্কার পেলেন সিংড়ার আছিয়া খাতুন


জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে কুরআন তেলোয়াতে নাটোর জেলার প্রথম স্থান অধিকার করেছে মোছাঃ আছিয়া খাতুন নামের সিংড়ার ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থী। আছিয়া উপজেলার তাজপুর ইউনিয়নের খরসতি গ্রামের মোঃ আজাদুল ইসলামের মেয়ে এবং দমদমা মিফতাহুল কুরআন মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রী।

২৯ এপ্রিল রবিবার সকালে  ইসলামী ফাউন্ডেশ বাংলাদেশ নাটোরের আয়োজনে জেলার শ্রেষ্ঠ পুরুস্কার  তুলে দেওয়া হয় প্রথম স্থান অধিকারী ওই আছিয়া খাতুনকে।

এসময় ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ নাটোর এর ডিডি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর জামহুরিয়া মাদ্রার অধ্যক্ষ মোঃ আখতার হোসেন।

 কুরআন তেলোয়াতে জেলার প্রথম স্থান অধিকারী এই আছিয়া খাতুন আগামী ৩১ মে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানা গেছে।

 দমদমা মিফতাহুল কুরআন মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মোঃ মিজানুর রহমান জানান, আছিয়া খাতুন আমাদের মাদ্রার হেফজ বিভাগের শিক্ষার্থী। আমাদের প্রতিষ্ঠানে মেয়েদের দ্বিন-ই শিক্ষার পাশাপাশি হাম-নাত, কুরআন তেলোয়াত সহ ইসলামী সাংস্কৃতি মুলক বিভিন্ন বিষয়ে শিক্ষা দেওয়া হয়। আছিয়া কুরআন তেলোয়াতে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়েও প্রথম স্থান অধিকার করায় আমরা গর্ববোধ করছি। আশা করছি বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান পেয়ে আমাদের প্রতিষ্ঠান সহ সিংড়া ও নাটোর জেলার সুনাম অর্জন করবে।