গ্রামীণ যোগাযোগ,শিক্ষা,স্বাস্থ্য ও আর্থ-সামাজিক উন্নয়নকে গুরুত্ব দিয়ে ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষনা করেছে নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়ন পরিষদ।
শনিবার বেলা ১১ টায় পরিষদ হলরুমে পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনের সভাপতিত্বে ২ কোটি ৭৮ লাখ ৩৬ হাজার টাকার বাজেট ঘোষনা করেন পরিষদের সচীব মোঃ ইমরান হোসেন।
ইউপি সদস্য মোঃ মোক্তার হোসেনের পরিচালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন,৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ২ নং ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলগের সহসভাপতি মোঃ তারেক হোসেন দুলাল, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাইফ মাহমুদ, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য খয়ের উদ্দিন প্রামাণিক, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আন্ডু, ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ আকবর হোসেন, বড়গাঁও দাখিল মাদ্রাসার সভাপতি মুনছুর রহমান, আয়েশ বছিরুল আলিম উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ডাহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জুলহাজ কায়েম, বিয়াশ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাজমুল হাসান রানা,বীর মুক্তিযোদ্ধা সেজাব আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশিদুল ইসলাম, সাধারন সম্পাদক হাশেম আলী,সাবেক ছাত্র নেতা, জাহিদ হাসান,বকুল হোসেন ও বুল বুল হোসেন রুবেল।
এছাড়া ৯ টি ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি,সাধারন সম্পাদক সহ পরিষদের সদস্য,গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।