২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:৪৪:৩৬ অপরাহ্ন


মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলৎকারের অভিযোগে
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৭-০৫-২০২২
মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলৎকারের অভিযোগে


গাজীপুর মহানগরীর কাশিমপুর থানায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলৎকারের অভিযোগে মামলা হয়েছে।

ভিক্টিম কাশিমপুর হাতীমারার পশ্চিম বাড়েন্ডা এলাকার বন্দর আলী দারুল কুরআন মডেল মাদ্রাসার ছাত্র। শিক্ষক মেহেদী হাসান (২৭) নেত্রকোনার কলমাকান্দা থানার ঘনিচা এলাকার নজরুল ইসলামের ছেলে।

কাশিমপুর থানার এসআই রায়হান উদ্দিন জানান, বৃহস্পতিবার মধ্যরাতে মেহেদী মাদ্রাসার ২য় তলায় শয়নকক্ষে ভিকটিমকে (১০) ডেকে নেন। পরে মেহেদী দরজা আটকে ইচ্ছার বিরুদ্ধে ভিকটিমকে বলাৎকার করেন। ঘটনাটি ভিকটিম তার স্বজনদের জানায়। ঘটনা জানাজানি হলে শিক্ষক এলাকা ছাড়েন।

এ ব্যাপারে ভিকটিমের মা বাদী হয়ে শুক্রবার সকালে কাশিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মেহেদী হাসানকে গ্রেপ্তারে অভিযান চলছে।