২৬ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ০৪:২৯:১৩ অপরাহ্ন


কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী শাহাব উদ্দিন গ্রেফতার
স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২২
কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী শাহাব উদ্দিন গ্রেফতার কক্সবাজারে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী শাহাব উদ্দিন গ্রেফতার


কক্সবাজারে কুখ্যাত সন্ত্রাসী শাহাব উদ্দিনকে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

সোমবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ১১টায় জেলার পেকুয়া থানা মগনামা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোঃ শাহাবুদ্দিন কক্সবাজার জেলার পেকুয়া থানার কালারপাড়া গ্রামের মোঃ গোলাম কাদেরের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৭, চট্টগ্রামের মুখপাত্র সিনিঃ সহকারী পরিচালক, মোঃ নূরুল আবছার

তিনি জানান,  র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে , কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন কালারপাড়ায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার (২৩ মে) রাত সাড়ে ১১টায় র‌্যাবের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ২রাউন্ড শর্ট গানের কার্তুজ উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, শাহাবুদ্দিন নিজ এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক কারবারি। সে তার সহযোগীদের নিয়ে তার এলাকায় নৈরাজ্য সৃষ্টি করত এবং ব্যবসায়ী, নির্মাণ কাজের ঠিকাদার এবং ধনী ব্যক্তিদের অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা নিত। এলাকার লোকজন তার অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পেত না।

এ ব্যপারে গ্রেফতার সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।