২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০৩:৪৭:২৮ পূর্বাহ্ন


ওড়িশায় পর্যটকদের বাস খাদে উল্টে , নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ২৫-০৫-২০২২
ওড়িশায় পর্যটকদের বাস খাদে উল্টে , নিহত ৬ ওড়িশায় পর্যটকদের বাস খাদে উল্টে , নিহত ৬


ওড়িশায় বেড়াতে গিয়ে বাঙালি পর্যটকদের বাস খাদে পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় বাসে থাকা আরও ৪২ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের ওড়িশার গঞ্জাম জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে দারিংবাড়ি থেকে বিশাখাপত্তনম যাওয়ার পথে পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে বাসটি খাদে পড়ে এ  হতাহতের ঘটনা ঘটে।

জানা গেছে, বাসের মধ্যে যাত্রী ছিলেন ৭৪ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। নিহতরা সবাই হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা। 

জানা গেছে, গত সোমবার বিকালে উদয়নারায়নপুর সুলতানপুর থেকে বিশাখাপত্তনমের পথে রওনা দিয়েছিলেন পর্যটকরা।  স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে চার জন মহিলা রয়েছেন।

ওড়িশার কন্ধমল ও গঞ্জাম জেলার সীমান্তে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে স্থানীয়রাই উদ্ধার কাজে নামেন। পরে সেখানে পৌঁছায় পুলিশ ও দমকল বাহীনির সদস্যরা।

বুধবার সকাল পর্যন্ত উদ্ধারকাজ চলছে বলে জানা গেছে। বাসের মধ্যে আর কেউ আটকে রয়েছেন কি না তাও খুঁজে দেখছে পুলিশ ও দমকল।

এই ঘটনায় দুখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।