২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:২৩:৪৬ পূর্বাহ্ন


সরকারের উচিত র‌্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া--ডা. জাফরুল্লাহ
মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৭-০১-২০২২
সরকারের উচিত র‌্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া--ডা. জাফরুল্লাহ সরকারের উচিত র‌্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া--ডা. জাফরুল্লাহ


গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন- সারা পৃথিবীর মানুষ জানে র‌্যাবের কার্যকলাপ। তারা বিচার বহির্ভূত হত্যাকান্ড চালাচ্ছে। এটা কি লুকানো যাবে? তাই সরকারের উচিত র‌্যাবের কার্যক্রম বন্ধ করে দেওয়া।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার গণস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন শেষে বিশেজ্ঞ মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন- পুলিশ থাকার পরও দেশে র‌্যাব থাকতে হবে কেন। বিচার বহির্ভূত হত্যাকন্ড, মাদক ইত্যাদি ইস্যুতে যে কর্মকান্ড করছে তাতে বিশ্বে নিষিদ্ধ হওয়াটাই স্বাভাবিক। কারণ বিশ্বের বিভিন্ন দেশ র‌্যাবের কার্যক্রম সব সময় পর্যবেক্ষণ করছে, তারা সব দেখছে। আর র‌্যাবের শুরুটা করেছিল তৎকালীন বিএনপি সরকার। এজন্য র‌্যাব সংকট উত্তোরনে সরকারকে শীগ্রই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইস্যু নিয়ে ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন- সরকার অন্ধ, তাই তারা ভুল পথে হাঁটছে। সরকারের উচিত ভিসিকে সরিয়ে দেওয়া। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয় নিয়ে শিক্ষামন্ত্রী দিপু মনির পদক্ষেপ ভুল ছিল। আন্দোলনের প্রথম দিনই শিক্ষামন্ত্রী ঘটনাস্থলে আসা উচিত ছিল। কিন্তু করোনার অজুহাত দেখিয়ে তিনি আসেননি। তার উদাসীনতা কারণেই জল অনেক ঘোলাটে হয়েছে। শাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙ্গানোর কাজটা অন্যারাও করতে পারতেন। কিন্তু কেউ করেনি এজন্য অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের তিনি ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন- ছাত্ররা যেহেতু ড. মুহাম্মদ জাফর ইকবালের কথা মেনে নিয়েছে, এখন সরকারের কাজ হচ্ছে ছাত্রদের দাবিগুলো মেনে নেওয়া। প্রাক্তন ছাত্ররা আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থ সহযোগীতা করে কোন অপরাধ করেনি। ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে নিতে হবে। তাদের মূল দাবি নিয়ে আলোচনায় বসতে হবে। এখানে যিনি অধ্যাপনা করছেন, এমন কাউকে ভিসি করা উচিত। শাবির বর্তমান ভিসিকে অন্য দায়িত্ব দেওয়া প্রয়োজন। আর আন্দোলনের সময় পুলিশ ডাকাই উচিত হয়নি। শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা কোনো ভাবেই ঠিক হয়নি।

ড. জাফরুল্লাহ বলেন- যারা সরকারের সমালোচনা করেন তাদের সহ্য করার ক্ষমতা সরকারের নেই। যে কোনো ইস্যুতে নিজেদের স্বার্থে সরকার অন্ধ হয়ে যায়। আমাদের দেশে যারা রাজনীতি করেন তাদের মাঝে আন্তরিকতার খুবই অভাব। সারা পৃথিবীতেই সরকারের সমালোচনা হয়। তারা সহ্য করতে পারলে আমরা পারিনা কেন। এটা হতে পারেনা।

তিনি বলেন- গ্রামাঞ্চলে এখনো স্বাস্থ্য সেবা সঠিক ভাবে পৌছায়নি। ডাক্তাররা গ্রামে থাকতে চাননা। সরকার যদি বিশেষ সুবিধা দিত তাহলে হয়তো ডাক্তাররা গ্রামাঞ্চলে আসার আগ্রহ দেখাতেন। সাধারণ মানুষকে গণস্বাস্থ্যের মাধ্যমে আমরা যে সেবা দিচ্ছি তা অনুকরনীয় হতে পারে। 

উক্ত অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক আব্দুল আউয়ালসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও ডাক্তারগণ উপস্থিত ছিলেন। 

রাজশাহীর সময় /এএইচ