২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ০২:৪০:৪৭ পূর্বাহ্ন


ইলন মাস্কের বিরুদ্ধে বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ
মিনারা হেলেন ইতি/বিপি, নিউ ইয়র্ক:
  • আপডেট করা হয়েছে : ২৩-০৫-২০২২
ইলন মাস্কের বিরুদ্ধে বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ


বিশ্বের সবচেয়ে আলোচিত ধনী ব্যক্তি ও টেসলার প্রধান ইলন মাস্কের বিরুদ্ধে এক বিমানবালাকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এই ঘটনা চেপে যেতে স্পেসএক্স-এর কর্মি ভুক্তভোগী ওই নারীকে আড়াই লাখ ডলার ক্ষতিপূরণ দিয়েছে বলে সংবাদ প্রকাশ হয়েছে। এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস।

জানা গেছে, স্পেসএক্সের করপোরেট জেট ফ্লিটের হয়ে চুক্তি ভিত্তিতে কাজ করতে ওই বিমানবালা। তার দাবি, ২০১৬ সালে একটি ফ্লাইট চলাকালীন মাস্ক তার সাথে খারাপ ব্যবহার করেন এবং তাকে কুপ্রস্তাব দেন। যদিও আদালতের বাইরে বিষয়টি সমাধানের সময় সংস্থাটি তাকে দিয়ে নন-ডিসক্লোজারে স্বাক্ষর করিয়ে নেয়। ঘটনাটি ২০১৬ সালের হলেও ওই বিমানবালাকে টাকা দেয়া হয় ২০১৮ সালে।

তবে ওই অভিযোগকারী বিমানবালাকে মিথ্যাবাদী উল্লেখ করে নিজের ওপর আনা অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বের শীর্ষ এই ধনকুবের।