২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০১:৫১:৫৯ পূর্বাহ্ন


৮০ বছরের মধ্যে নেপালে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-০১-২০২২
৮০ বছরের মধ্যে নেপালে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন ফাইল ফটো


গত ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার দেখছে নেপাল। দেশটিতে বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার দশমিক ৯৩ শতাংশ।

নেপাল থেকে প্রকাশিত প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের বুধবারের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

২০২১ সালের প্রাথমিক গণনার ভিত্তিতে নেপালের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, নেপালে জনসংখ্যা বৃদ্ধির হার বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির গড় হারের চেয়ে কম।

পরিসংখ্যান ব্যুরোর ডেপুটি পরিচালক হেম রাজ রেগমি বলেন, ‘নেপালের জনসংখ্যা ২ কোটি ৯১ লাখ ৯২ হাজার ৪৮০ জনের পৌঁছেছে। চাকরি ও লেখাপড়ার জন্য নেপালের বিপুল সংখ্যক জনগণের বিদেশে যাওয়ার কারণেই মূলত জনসংখ্যা বৃদ্ধির হার এতো কমেছে।’

নেপালের কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো জানায়, নেপালের বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার দশমিক ৯৩ শতাংশ, যা গত ৮০ বছরের মধ্যে সর্বনিম্ন।

২০১১ সালে সর্বশেষ জনসংখ্যা গণনা অনুযায়ী, নেপালের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১ দশমিক ৩৫ শতাংশ।

নতুন তথ্য অনুযায়ী, নেপালের অন্তত ২১ লাখ ৬৯ হাজার ৪৭৮ জন নাগরিক বিদেশে বসবাস করছেন। এদের মধ্যে ৮১ দশমিক ২৮ শতাংশই পুরুষ।

রাজশাহীর সময় / এফ কে