১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:২২:৫৭ অপরাহ্ন


রামেকে করোনায় এক নারীর মৃত্যু
স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে : ২৭-০১-২০২২
রামেকে করোনায় এক নারীর মৃত্যু রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় এক নারী মারা গেছেন।

চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে তিনি মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন রোগী মারা গেছেন। তিনি রাজশাহী জেলার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

এদিকে, ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৯ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ৪৯ জন। বর্তমানে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৩ জন, নাটোরের ৪ জন, পাবনার ৩ জন, কুষ্টিয়ার ৩ জন, সিরাজগঞ্জের একজন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৩৫ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২ জনের। এছাড়া ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১০ জন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ জন রোগী।

গত বুধবার রামেক হাসপাতাল ল্যাবে ৯০ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৪৫ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে ৪৬৩ জনের নমুনা পরীক্ষায় ২৪৬ জনের করোনা ধরা পড়েছে। 

এই দুটি ল্যাবে গত এক দিনে রাজশাহীর ৬০ দশমিক ৩৯, চাঁপাইনবাবগঞ্জের ৩৩ দশমিক ৩৩ এবং জয়পুরহাটের ৯ দশমিক ৬৪ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

রাজশাহীর সময় / এফ কে