২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১২:০৩:৪০ পূর্বাহ্ন


যুদ্ধের মধ্যেই মাঠে নামল ইউক্রেন
ক্রিড়া ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১২-০৫-২০২২
যুদ্ধের মধ্যেই মাঠে নামল ইউক্রেন যুদ্ধের মধ্যেই মাঠে নামল ইউক্রেন


সামনে বিশ্বকাপ বাছাই ম্যাচ। তাই নিজেদের ঝালিয়ে নিতে আবারো মাঠে নেমেছে যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেন। গতকাল জার্মান ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে ইউক্রেন। ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইউক্রেন।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর তখন থেকেই ইউরোপের এই দেশটির জনজীবন স্থবির হয়ে পড়ে। ক্রীড়াজগতেও এ বিভীষিকাময় পরিস্থিতির প্রভাব পড়েছে। ইউক্রেনের ফুটবল লিগ বাতিল হয়ে গেছে। দেশটির জাতীয় দলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে মাঠে ফিরেছে ইউক্রেনের জাতীয় ফুটবল দল।

আগামী ১ জুন স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে ইউক্রেন। সেই ম্যাচ জিতলেই আসন্ন কাতার বিশ্বকাপে জায়গা পেয়ে যাবে দলটি।

জার্মানির বরুশিয়া পার্কে ম্যাচটি মাঠে বসে দেখেছে বিশ হাজার দর্শক। ইউক্রেনের নাগরিকরা ম্যাচটি বিনামূল্যে দেখার সুযোগ পেয়েছেন। ম্যাচ থেকে আয় হওয়া পুরো অর্থ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কাজ করা দাতব্য প্রতিষ্ঠানগুলোকে প্রদান করা হবে।

যুদ্ধ শুরু হওয়ার পর এটাই ইউক্রেনের প্রথম ম্যাচ। যদিও ইউক্রেনের বিভিন্ন খেলোয়াড় বিশ্বের বিভিন্ন লিগে খেলছেন। তাই দলের প্রধান কিছু খেলোয়াড়ই ম্যাচটি খেলার সুযোগ পায় নি। ম্যাচে ইউক্রেনের হয়ে গোল করেছেন মুদ্রিক ও পিখালিওনক।