২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০১:১৪:৪৮ পূর্বাহ্ন


এক বছরে রেকর্ড ৫৫০ কোটি ডলার লাভ টেসলার
আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ২৭-০১-২০২২
এক বছরে রেকর্ড ৫৫০ কোটি ডলার লাভ টেসলার এক বছরে রেকর্ড ৫৫০ কোটি ডলার লাভ টেসলার


বিশ্বজুড়ে ইলেক্ট্রিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে পাল্লা গিয়ে বিক্রি বেড়েছে টেসলার পণ্য বিক্রি। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও ২০২০ সালের তুলনায় গত বছর তাদের গাড়ি সরবরাহ বেড়েছে প্রায় ৮৭ শতাংশ। তা থেকে এক বছরে টেসলার মুনাফা বেড়েছে অন্তত ছয় গুণ। ২০২১ সালে ৫৫০ কোটি মার্কিন ডলার মুনাফা পেয়েছে ইলন মাস্কের মালিকানাধীন গাড়িনির্মাতা প্রতিষ্ঠানটি।

দ্য নিউ ইয়র্ক টাইমসের খবর অনুসারে, ২০২১ সালে টেসলার আয় মোট আয় দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮০ কোটি ডলার। শুধু বছরের চতুর্থ প্রান্তিকেই তাদের আয় বেড়েছে ৬৫ শতাংশ। ২০২১ সালের শেষ তিন মাসে প্রতিষ্ঠানটি আয় করেছে ১ হাজার ৭৭০ কোটি ডলার। গত বছর তারা গাড়ি সরবরাহ করেছে রেকর্ড ৯ লাখ ৩৬ হাজার ইউনিট।

এত সুখবরের মধ্যেও কিছুটা আশঙ্কার কথা জানিয়েছে টেসলা। এক বিবৃতিতে তারা বলেছে, সরবরাহ ব্যবস্থা প্রধান সমস্যা হয়ে ওঠায় আমাদের কারখানাগুলো কয়েক মাস ধরে সক্ষমতার চেয়ে কম গাড়ি উৎপাদন করছে। এই সংকট ২০২২ সালজুড়ে চলতে পারে।

টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেছেন, তারা এ বছর নতুন মডেলের দিকে নজর না দিয়ে উৎপাদন বাড়ানোতে বেশি গুরুত্ব দেবেন। মাস্ক বলেন, তিনি সেমিকন্ডাক্টর উৎপাদন বৃদ্ধির ঘোষণায় খুবই খুশি। এটি ২০২২ সালের শেষ অথবা ২০২৩ সালের প্রথম দিকে সেমিকন্ডাক্টর খাতের ভারসাম্যহীনতা দূর করবে।

টেসলা এরই মধ্যে তাদের ক্যালিফোর্নিয়া ও সাংহাইয়ের কারখানায় উৎপাদন বাড়িয়েছে। জার্মানি ও টেক্সাসে নতুন কারখানার কাজও এগিয়ে চলছে।

ইলন মাস্ক জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ তারা আরেকটি নতুন কারখানা স্থাপনের চেষ্টা শুরু করবেন। এছাড়া পূর্বঘোষিত ২৫ হাজার ডলারের গাড়ির উৎপাদন প্রক্রিয়াও এগিয়ে নেবেন। তবে এটি আপাতত অগ্রাধিকার তালিকায় নেই।

রাজশাহীর সময় / এফ কে