২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৪:০৮:৫৭ অপরাহ্ন


সারাবছর রোজা রাখার সওয়াব পাওয়ার আমল
অনলাইন ডেস্ক
  • আপডেট করা হয়েছে : ০৯-০৫-২০২২
সারাবছর রোজা রাখার সওয়াব পাওয়ার আমল ফাইল ফটো


রমজান মাসজুড়ে রোজা রেখেছি আমরা। রমজানের পর ঈদ উৎসবও শেষ হয়েছে। মুসলিম উম্মাহ আল্লাহর বিধান পালনের পর আবার খাওয়া-দাওয়া শুরু করেছে। রোজার পর খাওয়া-দাওয়া, আনন্দ-বিনোদন সবই ছিল ইবাদতের অংশ। পুরো রমজান মাস রোজা পালন হয়ে গেলো। এখন সারাবছর রোজা রাখার সওয়াব পাওয়ার হাতছানি। নবিজী বছরজুড়ে রোজার সওয়াব পাওয়ার আমল ঘোষণা করেছেন। কী সেই আমল?

রমজানের রোজা পালনকারীর জন্য বিশেষ সুসংবাদ। নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের জন্য বছরজুড়ে রোজা রাখার সওয়াব পাওয়ার অসাধারণ ঘোষণা দিয়েছেন, মাত্র ৬ দিন রোজা রাখলেই তারা পাবেন সারাবছর রোজা রাখার সওয়াব। হাদিসে পাকে এসেছে-

নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, 'যে ব্যক্তি রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসে ৬ দিন রোজা রাখলো; সে যেন পুরো বছর রোজা রাখলো।' (মুসলিম, আবু দাউদ)

শাওয়াল মাসে ৬টি রোজা রাখার মাধ্যমে রমজানের রোজা পালনকারীরা সারাবছর রোজা পালনের সওয়াব পেতে পারেন। অল্প পরিশ্রমে এত বিশাল সওয়াবের সুযোগ কি হাতছাড়া করা উচিত? মোটেই উচিত নয়। তাই আসুন, শাওয়াল মাসের ৬টি নফল রোজা রাখার মাধ্যমে সারাবছর রোজা রাখার সওয়াব অর্জন করি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে শাওয়াল মাসে ৬ রোজা রাখার মাধ্যমে সারাবছর রোজা রাখার তাওফিক দান করুন। আমিন।

রাজশাহীর সময়/জেড