২২ নভেম্বর ২০২৪, শুক্রবার, ০৪:৩৪:৪৭ পূর্বাহ্ন


সিংড়ার আয়েশ গ্রামবাসীর উদ্যোগে ঈদ পুনঃমিলনী অনুষ্ঠিত
সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট করা হয়েছে : ০৫-০৫-২০২২
সিংড়ার আয়েশ গ্রামবাসীর উদ্যোগে ঈদ পুনঃমিলনী অনুষ্ঠিত সিংড়ার আয়েশ গ্রামবাসীর উদ্যোগে ঈদ পুনঃমিলনী অনুষ্ঠিত


নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের আয়েশ গ্রামবাসীর উদ্যোগে ঈদ পুনঃ মিলনী অনুষ্ঠিত হয়েছে।

ঈদুল ফিতরের পরের দিন বুধবার বিকালে আয়েশ বাজারে এই ঈদ পুনঃমিলনীর আয়োজন করা হয়।

মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলের, বাংলাদেশ ব্যাংক বগুড়ার প্রতিদান শাখার যুগ্ম পরিচালক মোঃ মোজাম্মেল হক, আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাগনাগর কান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাপ্তাহিক উত্তর গণজীবন পত্রিকার সম্পাক ও প্রকাশক আব্দুর রশিদ, এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ সেবক মোঃ আলাউদ্দিন আকন্দ, প্রভাষক মোঃ আনোয়ার করিম মাসুদ, জামিল হোসেন মজনু, রেজাউল করিম মোল্লা, শফিকুল ইসলাম শেখ, শাহ আলম ফকির, বকুল শেখ, প্রভাষক মোস্তাফিজুর রহমার শিশির, ওছমান গণি, জাফর ইকবাল জুয়েল , জাহাঙ্গীর আলম, মাওলানা জালাল উদ্দিন, হাফেজ রমজান আলী, প্রভাষক হানিফুর রহমান, মাসুদ রানা, কাওছার আহমেদ, রেজাউল করিম, জুয়েল হক, হাশেম আলী প্রমুখ।

আলোচনা শেষে ব্যাংকার মোঃ মোজাম্মেল হককে আহবায়ক এবং আনোয়ার হোসেন মাসুদ কে ১নং ও সৌরভ সোহরাবকে ২ নং সদস্য সচীব করে ২১ সদস্যের আয়েশ ঈদ উদযাপন আহবায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়া অধ্যক্ষ মোঃ জালাল উদ্দিনকে উপদেষ্টা আহবায়ক ও প্রধান শিক্ষক আব্দুর রশিদকে যুগ্ন আহবায়ক করে ১১ সদস্যের আয়েশ ঈদ পুনঃমিলনী উদযাপন আহবায়ক কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠান পরিচালনা করেন সৌরভ সোহরাব ও কফিল উদ্দিন।