১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:৪৫:০৬ অপরাহ্ন


রাবিতে শাবিপ্রবি ভিসির প্রতিকৃতিতে জুতার মালা ও থুথু দিয়ে প্রতিবাদ
আল্-মারুফ, রাবি প্রতিনিধি
  • আপডেট করা হয়েছে : ২৬-০১-২০২২
রাবিতে শাবিপ্রবি ভিসির প্রতিকৃতিতে জুতার মালা ও থুথু দিয়ে প্রতিবাদ রাবিতে শাবিপ্রবি ভিসির প্রতিকৃতিতে জুতার মালা ও থুথু দিয়ে প্রতিবাদ


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসির প্রতিকৃতিতে জুতার মালা ও থুথু দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। 

বুধবার (২৬ জানুয়ারি) বিকাল পাঁচ ঘটিকার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে শাবিপ্রবি'র ভিসির প্রতিকৃতি নিয়ে মিছিল বের করেন রাবি শিক্ষার্থীরা। মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে তারা আবার পরিবহন মার্কেটের আম চত্ত্বরে জড়ো হন। 

এসময় সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে রাজশাহীর সময় পত্রিকায় কথা বলেন রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ আলহাজ হোসেন। 

তারা বলেন, শাবিপ্রবি'র বর্তমান ভিসি ফরিদ উদ্দিন তার পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি। 

ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ যদি পদত্যাগ না করেন তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন। 

রাজশাহীর সময় /এএইচ