১৩ নভেম্বর ২০২৪, বুধবার, ১২:০৯:৩৪ অপরাহ্ন


ঘুষ নেয়ার ভিডিও ফাঁস: সেই ভূমি অফিসের কমকর্তাকে শাস্তিমূলক বদলি
নিজস্ব প্রতিবেদক
  • আপডেট করা হয়েছে : ২৭-০৪-২০২২
ঘুষ নেয়ার ভিডিও ফাঁস: সেই ভূমি অফিসের কমকর্তাকে শাস্তিমূলক বদলি ঘুষ নেয়ার ভিডিও ফাঁস: সেই ভূমি অফিসের কমকর্তাকে শাস্তিমূলক বদলি


রাজশাহীর তানোরে ভূমি অফিসের সেই কমকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। প্রকাশ্যে ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস হওয়ার পর তাকে রাজশাহীর তানোর থেকে নাটোরের নলডাঙ্গায় বদলি করা হয়েছে।

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা স্বাক্ষরিত ওই বদলি আদেশ এরই মধ্যে তার কাছে পৌঁছে গেছে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার জানান, আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবারই সার্ভেয়ার পুলক কুমার পোদ্দারকে নতুন কর্মস্থল নাটোরে নলডাঙ্গা ভূমি অফিসে যোগ দিতে হবে। বুধবার তিনি রাজশাহীর তানোর ভূমি অফিস থেকে অবমুক্ত বলে গণ্য হবেন।

এরআগে, এক বৃদ্ধ কৃষকের কাছ থেকে জমি খারিজ করে দেওয়ার জন্য ৯ হাজার টাকা ঘুষ নেন রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার পুলক কুমার পোদ্দার। এরপর সমাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওতে ওই সার্ভেয়ারকে এক কৃষককে ভূমি অফিসের পাশে ডেকে তার কাছ থেকে ঘুষ নিতে দেখা যায়।