নাটোরের সিংড়ার বিনগ্রামে বিদ্যুৎপৃষ্ট হয়ে সাগর হোসেন নামের ১৬ বছর বয়সি এক কিশোরের মৃত্য হয়েছে।
সোমবার সকাল ১০ টায় (২৫ এপ্রিল) উপজেলার ইটালী ইউনিয়নের খোলা বাড়িয়া গ্রামের সায়বার আলীর হাস খামারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাগর বিনগ্রামের ওমর চানের ছেলে। সে ওই খামার দেখা শোনা করতো।
মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজশাহীর সময়/এএইচ