ইউক্রেনের প্রধান বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কার্যালয়ের প্রধান এই তথ্য জানিয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বার্তা পরিষেবা টেলিগ্রামে আন্দ্রি ইয়ারমাক লিখেছেন, 'হামলায় নিহতদের মধ্যে তিন মাস বয়সী এক শিশুও আছে।' তিনি আরও লিখেছেন, শয়তানদের শাস্তি হবে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ওডেসার বিল্ডিংয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এই ভিডিও ফুটেজের সত্যতা নিশ্চিত করেছে বিবিসি।
ভিডিওতে ঘন কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া।
রাজশাহীর সময়/এইচ