২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৯:১৮:২৩ পূর্বাহ্ন


রাজশাহী মহানগরীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার
মাসুদ রানা রাব্বানী
  • আপডেট করা হয়েছে : ২৬-০১-২০২২
রাজশাহী মহানগরীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহী মহানগরীতে অর্ধকোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার


রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম হেরোইনসহ মোঃ মিঠু রানা (২৭) নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জানুয়ারী) রাত সাড়ে ১০টায় রায়পাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় জব্দ করা হয় হেরোইন বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। 

গ্রেফতার মোঃ মিঠু রানা গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের মোঃ মিলন হোসেনের ছেলে।

অভিযানটি পরিচালনা করেন, উপ-পুলিশ কমিশনার (কাশিয়াডাঙ্গা) মোঃ মনিরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধায়নে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে এসআই মোঃ শাহীনুর ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর), গোলাম রুহুল কুদ্দুস।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডঙ্গা থানা পুলিশ জানতে পারে, একজন মাদক কারবারী মোটরসাইকেলে অভিনব কায়দায় হেরোইন বহন করে হড়গ্রাম কোর্ট ষ্টেশন এলাকা হতে কাশিয়াডাঙ্গা মোড়ের দিকে যাচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৫ জানুয়ারী) রাত সাড়ে ১০ টায় রায়পাড়া মোড়ে অবস্থান নেয় পুলিশ। তথ্য অনুযায়ী একটি মোটরসাইকেল আরোহীকে দেখতে পেয়ে দাঁড়ানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে মোটরসাইকেল আরোহী দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।  

গ্রেফতার আসামীকে জিজ্ঞাসাবাদে সে স্বিকার করে, তার মোটরসাইকেলের তেলের ট্যাংকির দুই পাশে বিশেষ কায়দায় হেরোইন রাখা আছে। এ সময় মোটরসাইকেল তল্লাশী চালিয়ে ৫টি প্যাকেটে মোট ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

গ্রেফতার মাদক কারবারী রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র।

রাজশাহীর সময় /এএইচ