২৪ নভেম্বর ২০২৪, রবিবার, ০৬:১২:৪৪ পূর্বাহ্ন


রাঙামাটিতে পাহাড় ধসে ২ শ্রমিকের মৃত্যু
অনলাইন ডেস্ক :
  • আপডেট করা হয়েছে : ১৬-০৪-২০২২
রাঙামাটিতে পাহাড় ধসে ২ শ্রমিকের মৃত্যু রাঙামাটিতে পাহাড় ধসে ২ শ্রমিকের মৃত্যু


রাঙামাটির কাউখালী উপজেলায় পাহাড় ধসে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার ১ নম্বর বেতবুনিয়া মডেল ইউনিয়নের মনাইপাড়ার মাইল্যাছোলা এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে বাড়ি নির্মাণের সময় এই ঘটনা ঘটে।

মৃত শ্রমিকরা হলেন- মো. পেয়ার মোহাম্মদ (৫০) ও সুফল বড়ুয়া (৩৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ওসি এসএস শহীদুল ইসলাম জানান।

তিনি বলেন, ডলুছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাধন বড়ুয়ার বাড়ির পাশে পাহাড় আগেই অবৈধভাবে কেটেছিলেন। শুক্রবার সকালে পাহাড় ঘেঁষে নতুন করে দেয়াল নির্মাণ করছিলেন দুই শ্রমিক। এ সময় হঠাৎ কাটা অংশের পাহাড় ধসে পড়লে এতে চাপা পড়েন দুই শ্রমিক। খবর পেয়ে স্থানীয় লোকজন গিয়ে দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক বিকাশ সরকার জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তাদের একটি দল ঘটনাস্থল থেকে দুইজনের লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ওসি বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা।

রাজশাহীর সময় / এম আর