২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, ০৯:৩৭:৫৯ অপরাহ্ন


রবিশস্য উৎপাদন ও যৌক্তিক উপায়ে আখ সরবরাহের দাবিতে আখভ চাষীদের মানববন্ধন
লালপুর(নাটোর)প্রতিনিধি:
  • আপডেট করা হয়েছে : ২০-১২-২০২৪
রবিশস্য উৎপাদন ও যৌক্তিক উপায়ে আখ সরবরাহের দাবিতে আখভ চাষীদের মানববন্ধন রবিশস্য উৎপাদন ও যৌক্তিক উপায়ে আখ সরবরাহের দাবিতে আখভ চাষীদের মানববন্ধন


আখের জমিতে রবিশস্য উৎপাদনের সুযোগ প্রদান করতে নির্দিষ্ট মেয়াদে ব্যক্তিগতভাবে আখ মাড়াই এবং যৌক্তিক উপায়ে আখ সরবরাহের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় আখ চাষীরা। শুক্রবার বিকেলে নর্থ বেঙ্গল সুগার মিল এলাকার চামটিয়া-গৌরিপুর এলাকার আখ চাষীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় তারা দাবি করেন, নর্থ বেঙ্গল সুগার মিল দেরিতে চালু হওয়ায় তারা রবিশস্য উৎপাদন করতে পারেন না। এছাড়াও মিল চালু হওয়ার পরও চিট(আখ ক্রয়ের রশিদ) দালালদের মাধ্যমে সরবরাহ করার ফলে প্রকৃত কৃষকরা প্রতি বছর লোকসান পোহাচ্ছেন।

দালালদের কাছ থেকে চড়া মূল্যে আখ ক্রয়ের রশিদ ক্রয় করতে না পারলে তাদের আখ জমিতে থাকা অবস্থায় সুগার মিল বন্ধ হয়ে যায়। এর ফলে প্রতি বছর শত শত কৃষক লোকসানের বোঝা মাথায় নিয়ে আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এ সময় বক্তব্য রাখেন আখ চাষীর সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল মামুন সরকার, কৃষক হাবুল, আব্দুল মান্নান প্রমুখ।